• ক্যাটাগরি

  • ছবি ঘর

  • ফেসবুক সদস্য

  • Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

    Join 1 other subscriber

দাবি-দাওয়া আদায়ে আদিবাসীদের আরো সুসংগঠিত হতে হবে: বাদশা

বাম থেকে সবিন চন্দ্র মুন্ডা, সাংসদ ফজলে হোসেন বাদশা, রবীন্দ্রনাথ সরেন ও জয়নুল আবেদীন মুকুল

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা জননেতা ফজলে হোসেন বাদশা বলেছেন, আদিবাসীদের আরো সুসংগঠিত হয়েই তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করতে হবে। আদি-বাসীদের অধিকার আদায়ের আন্দো-লন-সংগ্রামে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন, সংসদের ভেতরে ও বাইরে আদি-বাসীদের সকল দাবি-দাওয়া তুলে ধরবো।
নওগাঁর মহাদেবপুরে গত ৪ নভেম্বর রোববার জাতীয় আদিবাসী পরিষদের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স’ানীয় ডাকবাংলো মিলনায়তনে আদিবাসী নেতা আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন মুণ্ডা, বাসদ নেতা জয়নাল আবেদীন মকুল, নাট্যকার আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সম্পাদক ভারত পাহান, যুব পরি-ষদের কেন্দ্রিয় সম্পাদক নরেন পাহান, নারী নেত্রী বাসনি- উরাও প্রমুখ।
কর্মিসভায় নওগাঁ জেলার ১১টি উপ-জেলার নেতাকর্মিরা অংশ গ্রহণ করেন।

Leave a comment